অ মি ত চ ক্র ব র্তী
তুমি কেন ফুল মাড়াবে
তোমার জুতোতে ফুলফুল গন্ধ কেন
তুমি কি ফুল মাড়িয়েছ, হাওয়াতে ওড়ে এখন
আকন্দ ফুল, বিদেশী স্বপ্ন সাজে পোখরাজ রাঙা
পক্ষীরাজ। এখন তো রাধাচূড়ারও সময়,
সে কিশোরী মেয়ে, জোড়াবিনুনী রাইকমল,
গাছতলায় আগুন জ্বালাচ্ছে খুশির,
তুমি তাকে বরং গান শোনাও,
বের কর তোমার নাইটিঙ্গেল দোতারাটা।
যাযাবর গায়কপাখি তুমি, তোমার কেন থাকবে
আস্ফালনের ভাঁজ, মন কষাকষি দ্বন্দ্বভার, তুমি লিখবে
চকমকি ঘষা, চাতালে বা প্যারাসলে
চকখড়ি দিয়ে উপলকথা,
তুমি গাইবে ভ্রষ্ট আষাঢ়, নরম শালে সম্মোহনের
“শুনুন” শব্দ, পিছুডাকে, নীচুডাকে, নরম গলায়,
শরম গলায়, তুমি আঁকবে শ্বাসজমি ঘাস,
তুমি কেন ফুল মাড়াবে?
No comments:
Post a Comment