ব্রহ্ম ডাঙা
চাঁদ রায়
নদীর নীচে মৎস্যগন্ধা আর
নদীর ধারে ঘর ভাঙা
ভাঙা সেসব ঘর গুলো আজ
মনের ব্রহ্ম ডাঙা।
তরঙ্গ উঠেছে তরঙ্গের পর
স্পষ্ট সাত বর্ণ
ভাঙা ঘরে সূর্য খেলে
ধাতু যেন স্বর্ণ।
নদীর ধারে বাগান আর
ফুলের মিষ্টি গন্ধ
জগৎ জুড়ে গানের সুর
যুদ্ধ করুক বন্ধ।
মনের ব্রহ্ম ডাঙা-- আহা বড় ভালো। আপনার কবিতা প্রথম পড়লাম এবং মুগ্ধ করলেন।
ReplyDeleteঅসাধারণ হয়েছে স্যার।
ReplyDelete