Thikkabita9

Tuesday, October 13, 2020

ঠিক কবিতা ৯ : সুনন্দ মন্ডল

 





বাদ্যযন্ত্র

সুনন্দ মন্ডল

সব রাস্তার শেষে বাঁক মেলে
বাঁকের শেষে আবার সুদীর্ঘ রাস্তা।

পায়ে পায়ে ছুটে চলা সভ্যতারও
নিজস্ব বাঁক আছে প্ৰতিটা সংস্কৃতিতে।

সংস্কৃতির ছাপোষা সুরে
মিশে যায় নালার জল।

পড়ে থাকে ধুলোকণা
মাটির ওপর শক্ত ভিতে।

লোভ ও দাম্ভিকতার মিশেলে
গড়ে তোলে কেউ স্বতন্ত্রতা।

কেউ পিছলে গিয়ে পড়ে থাকে
ঝরে পড়া পাতার মতোই গাছের নীচে।

প্রকৃতির আঁচলে উৎসবে মানুষ মিলেমিশে একাকার
তবে বাদ্যযন্ত্রের মতো ভিন্ন সুরে তাল দেয় মানুষই।
ঠিক কবিতা ৯ : দ্বিতীয় সংখ্যা ঠিক কবিতা ৯ : দ্বিতীয় সংখ্যা

No comments:

Post a Comment