গাছ
আশীষ মাহাত
ঠাকুমা আর ঠাকুরদা মিলে বাড়ি উঠোনে
একটি গাছ পুঁতে গেছে দীর্ঘকাল আগে
এখন গাছটা পাহাড়ের মতো বড় হয়ে
ফলফুল ডাল পালায় দীর্ঘ বিস্তার করেছে
আমি আর ভাই মিলে সকালের ঘ্রাণ থেকে
আমাদের সমস্ত প্রয়োজনী তুলেনিই
শেকড় টুকু বাদে । জানি শেকড় কেটে নিলে
আমরা সর্বহারা হয়ে পড়বো
হঠাৎ একদিন দেখি
দিনের পর দিন রোদের প্রখর তাপে
দাঁড়িয়ে থেকে থেকে গাছটার ভিতরে ফুটে উঠছে
প্যারালাইসিস বাবার প্রতিচ্ছবি
বাঃ খুব ভালো কবিতা। সিম্বলিক এবং প্রাণময়। এইসব প্রকৃতলগ্ন লেখা যত বেশি লেখা হবে তত-ই মঙ্গল ।
ReplyDeleteঅনেক ধন্যবাদ আপনাকে
Deleteঅনেক ধন্যবাদ
Delete