Thikkabita9

Tuesday, October 13, 2020

ঠিক কবিতা ৯ : আশীষ মাহাত

 





গাছ


আশীষ মাহাত 



ঠাকুমা আর ঠাকুরদা মিলে বাড়ি উঠোনে

একটি গাছ পুঁতে গেছে দীর্ঘকাল আগে


এখন গাছটা পাহাড়ের মতো বড় হয়ে

ফলফুল ডাল পালায় দীর্ঘ বিস্তার করেছে


আমি আর ভাই মিলে সকালের ঘ্রাণ থেকে

আমাদের সমস্ত প্রয়োজনী তুলেনিই


শেকড় টুকু বাদে । জানি শেকড় কেটে নিলে

আমরা সর্বহারা হয়ে পড়বো


হঠাৎ একদিন দেখি

দিনের পর দিন রোদের প্রখর তাপে


দাঁড়িয়ে থেকে থেকে গাছটার ভিতরে ফুটে উঠছে

 প্যারালাইসিস বাবার প্রতিচ্ছবি

ঠিক কবিতা ৯ : দ্বিতীয় সংখ্যা ঠিক কবিতা ৯ : দ্বিতীয় সংখ্যা

3 comments:

  1. বাঃ খুব ভালো কবিতা। সিম্বলিক এবং প্রাণময়। এইসব প্রকৃতলগ্ন লেখা যত বেশি লেখা হবে তত-ই মঙ্গল ।

    ReplyDelete
    Replies
    1. অনেক ধন্যবাদ আপনাকে

      Delete
    2. অনেক ধন্যবাদ

      Delete