Thikkabita9

Thursday, November 21, 2024

ঠিক কবিতা ৯: দয়াময় পোদ্দার



দ য়া ম য় পো দ্দা র 

 প্রথম শিমুল 
 



অঙ্ক স্যার পুরো ক্লাসে কান ধরে দাঁড় করিয়ে দিলেন।


এসো হাওয়া বড়ই গাছে। এসো এসো ঝাঁকা দাও।

ঝাঁকিয়ে দাও হাওয়ার গুপ্তচর। এসো হাওয়া। চলো-


এসো অপরাধ বই। অঙ্ক স্যারের মেয়ে রমা হয়ে এসো।

বড়ই খেতে চাও। এইতো কান ধরে দাঁড়ালাম রমার সামনে।


পুকুরঘাটে ডাক পড়েছে। সন্ধে বেলা। গাছ-গাছালি।

ভুতুড়ে ছায়া। গা ছমছম। শিমুলদি তোমাকে 


ঠিক জল পরীর মতো লাগছে। ঠাটিয়ে চড় কানের গোড়ায়।


এসো হাওয়া। এসো গুপ্তচর। শিমুলদিকে খবর দাও-

আমি কান ধরে দাঁড়িয়ে ছিলাম, স্কুলে !




No comments:

Post a Comment