Thikkabita9

Thursday, November 21, 2024

ঠিক কবিতা ৯: খুকু ভূঞ্যা

 


খু কু ভূ ঞ্যা 

শেষের পাতা 



অনেক কিছু পাওয়া হলো না 

অনেক দাগ ক্ষত দগদগে পড়শীর মত খুব দূরে নয় 

ধাক্কা মেরে চলে গেছে চাঁদ 

রোদের সঙ্গে সঙ্গম করতে চেয়ে পুড়ে গেছে কপাল 


তবুও যে পাখি গান গায় চুপিচুপি বুকের ভেতর 

যে প্রিয় কাছে ডাকে শীতে মধুমাসে 

যে দুষ্ট আগুন নিয়ে ঘোরে অকারণ 

যে কুটুম ভাঙতে পারলে খুশি 

সব ভুলে যেতে চাই 


কোকিল ডাকছে চুনারু পাড়ার বাঁকে 

পাকা ধানের গন্ধে নবান্ন খুশি 

চড়কের ঢাক বাজছে 

যা পাওয়া হলো না থাক 

স্বজনের অশ্রু তো বাঁধা আছে আটপৌরে শাড়ির ভাঁজে,আজ ও আগামীর --   



No comments:

Post a Comment