উ ত্ত ম চৌ ধু রী
বাতাসেরা
মাঝে মাঝে শীতঘুম নামে।
মাঝে মাঝে ভাটাদের টানে
জলের গভীরে ঢোকে বোধের কণারা।
আলোর চোখে দাঁড়িয়েছিল যারা
মাঝে মাঝে অন্ধকার টেনে
পিচকালো মূর্তি হয়ে যায়।
এসব কথায়
কারও কিছুই যায় আসে না।
শুধু বিকেলের দিকে হাঁটে
অভিজ্ঞ মনের বাতাসেরা।
একরাশ হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। ভাল হয়েছে সংখ্যাটি।
ReplyDeleteধন্যবাদ
Delete