Thikkabita9

Thursday, November 21, 2024

ঠিক কবিতা ৯: লীনা রায়

 


লী না রা য়

জীবনমুখী গান

       


বড্ড নিরেট, ইঁটের দেয়াল

দম হাঁসফাঁস মাঝ দুপুরে –

সেই নদীটার চোখ ইশারায়

হাতছানি দিকশূন্যপুরে ।


হাতড়ে খুঁজে টুকরো ছবি

শীতের দুপুর বারবেলায়,

এক সওয়ারি সঙ্গে তার-ই

নাছোড় জেদে পার ভাসায়।


তারপরে কী? প্রশ্ন জাগে

চোখের দেখা? নগ্ন ভান ?

বড্ড জ্বালা মায়ার দোহাই

মান ভাঙানি সোহাগ টান।


গল্প কী তবে অল্প এত ?

অসময়ে ভাঁটার টান?

মন কেমনের বৃত্ত পথে

জীবনমুখী নচির গান।


সূচিপত্র

No comments:

Post a Comment