Thikkabita9

Friday, January 1, 2021

ঠিক কবিতা ৯ : গোবিন্দ মোদক




গো বি ন্দ মো দ ক

 বধ্যভূমি


আজ আমাকে শেখানো হয়েছে ---

                     দিতে হবে সেই সব কিছু,

যা এতদিন ছিল সম্পূর্ণ আমার নিজস্ব .... 

সেই সব দিতে হবে অবহেলে ....

দিতে হবে স্তন, দিতে হবে যোনি,

দিতে হবে শরীরী কোমলতা আর শর্তহীন সমর্পণ ; 

কোনও প্রশ্ন করা চলবে না ....

ভবিতব্যের মতো এগিয়ে যেতে হবে যূপকাষ্ঠের দিকে ....

নিরাপরাধা জানতেও পারবে না

             কী ছিল তাঁর অপরাধ !

বিচার শেষ হয়ে যাবে অচিরেই ....।


           ***          ***          ***


শোনো পিতৃলোক ! শোনো মাতৃলোক !

আজও ঘটে চলে এমনই এক-একটা 

বৈধ মানসিক বা শারীরিক হত্যাকান্ড, 

অথচ প্রায় সকলেরই থাকে তাতে দুরন্ত সায় ! 

No comments:

Post a Comment