জি ল্লু র র হ মা ন
কেউ একজন
কেউ একজন প্রেমে পড়েছিল,
দুদণ্ড সময় পাশে বসার আকুল প্রয়াস চালিয়েছিল।
কেউ একজন কাছে আসার গল্পে আমায় জড়াতে চেয়েছিল,
চেয়েছিল তার স্বপ্নজাল বুননে বাঁধিয়া রাখিতে।
মাঝে মাঝে নীল শাড়ি পড়তো,নীল যে আমার ভীষণ প্রিয়।
নাসিকার নিচে গোলাপরাঙা ঠোঁটস্টিক,
আমার পছন্দের বাইরে, তার অজানা।
দুটি মন এক করার নিরন্তর প্রচেষ্টা চালিয়েছিল।
আমার সাথে পথচলার আনন্দ উপভোগ করতে চেয়েছিল,
চেয়েছিল বাহুডোরে আপন করে নিতে।
আশ্রয় দিতে চাওয়া মন,আশ্রয় দেয়নি,
দেবো কিসে? বেন্নাপাতার ঠুনকো ছাউনিতে ঠায় দেওয়া,না দেওয়ার মাঝে সমান ফারাক।
যে ভালোবেসে কাছে ডাকে,শত্রু হলেও মায়া পড়ে যায়,
সে তো তা ও নয়,কি করে কষ্টের বেড়াজালে আটকে রাখি!
অপলক দৃষ্টিতে তার দৃষ্টির অগোচরে তাকাতাম।
কিছু ভালোবাসা,ভালো লাগা না হয় দূর থেকে উপভোগ করি।
কাছে গেলে যে ম্লান হয়ে যাওয়ার প্রচন্ড ভয়।।
মাশাল্লাহ, খুবই ভাল লেখনি।
ReplyDelete