র ত ন ব সা ক
অনেক কষ্টের
জিনিস পত্র বেচি,
হাঁটতে হাঁটতে বোঝাটা নিয়েই
সবার বাড়িতে গেছি।
কেউবা কিনেছে কেউবা বলেছে
পরে আসবেন ভাই,
ঘরের কর্মে ব্যস্ত আমরা
সময় কারোর নাই।
রোদের জ্বলন বৃষ্টি ভিজেই
কাজটা করছি রোজ,
ছেলে মেয়ে বউ সবার দায়টা
আমার মাথার বোঝ।
দামটা পাইনি মনের মতোন
যেমন চেয়েছি আমি,
দেখার পরেই বলছে আমায়
নয়তো এসব দামী।
তবুও বেচার চেষ্টা করেছি
পাবার জন্য টাকা,
একটাও যদি বেচতে না পারি
জীবনটা হবে ফাঁকা।
ব্যবসা করাটা নয়তো সুখের
কষ্ট অনেক আছে,
চাকরীর মতো নেইতো আরাম
যে যাই বলুক পাছে।
No comments:
Post a Comment