Thikkabita9

Monday, March 15, 2021

ঠিক কবিতা ঌ: দেবার্ঘ সেন

 


দেবার্ঘ সেন


ক্ষমতা


পুকুরঘাটে ছুঁড়ে ফেলে দিলে মশাল
নিভে যায় তার আগুন
অর্থাৎ মশাল কাজে আসেনি।

যেহেতু, জল নেভানোর জন্য আগুন কেনার বিলাসিতা
নিছকই অনর্থক
সুতরাং তুমি অপচয়ের বিশ্রাম।

আর তুমি বলেছিলে, আমার ক্ষমতা কেড়ে নেবে..

অথচ তুমি জানতে না,
আমার ক্ষমতা বলতে শুধুই তা, লেখার ক্ষমতা।

ভেঙে দেখাও দেখি আকাশের রং..

1 comment:

  1. ভারি ভালো লেখা। এ লেখা স্পর্ধিত হওয়ার সাহস রাখে।

    ReplyDelete