অসীম মজুমদার
ঘটনা এখোন কোনো মানুষের নয় ,
নয় জাতির
পৃথিবীটাই যখন জর্জ্জরিত
তখন সব আন্তর্জাতিক ।
গণধর্ষন শূন্যস্থানে
আওয়াজ আকাশে
মাটিও নির্বীজকরণে ,
বিচিত্র অন্যায়ে
মৃত্যুর খবরে
আর বিচারের ফাঁকে
বেঁচে থাকা জামিনে ;
রেষারেষি অবিচার
বাহুল্যে
অন্তরায়
যতক্ষন না বাঁচানো যায়...
No comments:
Post a Comment