Thikkabita9

Monday, March 15, 2021

ঠিক কবিতা ঌ: বিশ্বজিৎ রায়

 


বিশ্বজিৎ রায়


মোনালিসা এবং 


ভাবনাগুলো যখন স্বপনের রঙে
                       স্বপ্নহীন বাস্তবতা,
বাস্তবতা অনেক অনু- বন্ধ
                        প্রেম এবং
আরো একটি অবস্থান আরো
                    একটি কঠিনতা;
কঠিন জীর্ণ পায়েতে সভ্যতা এগোয়,
চিন্তাশীল অমোঘ মরুময়
                        আহ্বানে।
আহ্বান যেদিন ভালোবাসা
                        অনু- প্রেম্।
দূর্ রহস্যময়ী একা অঙ্গন তার
                               অঙ্গনে__
চেনা চাঁদ তার চন্দ্রাদেশ,
                    বহু -বছর।

শূন্য হাতে বাকি শূন্যতা চেয়ে
                        একটি প্রেম।
তবু প্রেম, একজন মানুষকে ভালো-
                           বাসতে অনেক__
বোধহয় তার পর এসেছিল রাত
                           দেশে কল্পনা।
একা নারী ভালোবাসতে পারে এক-
                         জন পুরুষ সম্পূর্ণ;
চাঁদ উঠেছিল যে'দিন একাদশী ত্যজি
                          এমনি মরুর দেশে।।

No comments:

Post a Comment