Thikkabita9

Monday, March 15, 2021

ঠিক কবিতা ঌ: প্রসাদ সিং



 প্রসাদ সিং


ফটো ফ্রেমের ঈশ্বর


১.
আকাশে থাকেন ঈশ্বর
কাঁচের গায়ে আকাশ দেখতে পাই
মানুষের প্রতিবিম্ব দেখেছি আয়নায়
ঈশ্বরের প্রতিবিম্বে নাকি মানুষের সৃষ্টি
২.
ফটো ফ্রেমে মানুষ বন্দি করেছে আকাশকে
ঈশ্বর সর্বব্যাপী
মানুষের জন্য একটা ব্যক্তিগত ঈশ্বর থাকুক
থাকুক একটা ব্যক্তিগত আকাশ 

1 comment: