Thikkabita9

Monday, March 15, 2021

ঠিক কবিতা ঌ: নাসির ওয়াদেন



 নাসির ওয়াদেন 



দুপুর 

         

অল্প অল্প করে দুপুর নামছে
মেঘের বুকে
দুপুর ঘুমিয়ে পড়েছে

আলো বুকে নিয়ে
দুপুর ঘুমিয়ে পড়েছে

আলোও ঘুমাচ্ছে
বাতাসও ঘুমাচ্ছে
শুধু পোড়া হৃদয় জেগে

একটু একটু করে ক্লান্ত
হয়ে পড়ছে দুপুর

স্বপ্ন জাল বিছিয়ে
মায়া ধরছে দুপুরের জলে
দুপুরের চোখ
ঘুমাচ্ছে একাকীত্ব হয়ে ।

No comments:

Post a Comment