Thikkabita9

Tuesday, January 26, 2021

ঠিক কবিতা ঌ : শুভজিৎ দাস



ফেলে আসা মেনুকার্ড

শু ভ জিৎ দা স


বিষাদময় দ্বীপের শপিং মল, রেস্তোরাঁ হয়ে অশ্লীল হাসি হাসতে 

হাসতে বেরিয়ে আসি ,

আর ছুঁড়ে ফেলি এক পরিত্যক্ত আধবোজা সিগারেটের মত মেনুকার্ডকে 

 ওই বোকার মতো তাকিয়ে থাকা এঁটো শালপাতার স্তূপে।

 কিছু কচি শালপাতারা মেনুকার্ডকে নিয়ে কাড়াকাড়ি করলো এঁটো খাওয়ার যদি থাকে লেগে তাই বলে।


আবার টলমল পায়ে বেরিয়ে আসি 

সেই বিষাদময় দ্বীপ থেকে, 

দেখি ভিক্ষুক গাছের নীচের সেই এঁটো শালপাতারা ভেসে গেছে এক অনন্তগামী স্রোতের জালে ,

আর ফেলে গেছে সেই ফেলে আসা

 মেনুকার্ডকে ।।

No comments:

Post a Comment