Thikkabita9

Tuesday, January 26, 2021

ঠিক কবিতা ঌ : অভিষেক ঘোষ

 


শব্দবন্দি

অ ভি ষে ক ঘো ষ ।


আমার ছ্যাতলা-ধরা উঠোন জুড়ে

বিষণ্ন সব ভবঘুরে

শব্দেরা পাক্ খায় ।


উদভ্রান্ত গ্রীষ্ম দিনে

অসম্ভবের বৃষ্টি কিনে

আমার দিকে উদাস চোখে চায় ।


আলসে ঘুরে বৃষ্টির জল

নামায় শব্দ অনর্গল

কাঁপতে কাঁপতে পায়ে-তে জড়ায় ।


শরৎ এলে ঢাকের বোলে

তুলোর মতো মেঘের কোলে

নাচতে থাকে আলোর ইশারায় ।


শীতে মায়ের উলের কাঁটায়

শিল-নোড়া আর বাটনা-বাটায়

মৃদু মধুর শব্দেরা জন্মায় ।


আমি আমার কলম খুলে

খাতার পাতায় মনের ভুলে

বেবাক সাজাই, যেমনটি ওরা চায় ।

3 comments:

  1. এটা অসম্ভব সুন্দর একটি সৃষ্টি..
    ভালো লাগছে ভেবে যে ঘুমাতে যাব, একটা ভালো কবিতা পড়ে

    ReplyDelete
    Replies
    1. অভিষেক ঘোষJanuary 27, 2021 at 9:04 AM

      ধন্যবাদ... প্রাণিত হলাম ।

      Delete
  2. kobi sarthok apnar kolom.. valo thakben.

    ReplyDelete