একজোড়া নদীর গল্প
স মা জ ব সু
একটা নদী জমে বরফের নীচে
শুয়ে আছে নিস্তেজ--
তার নিস্পন্দ শরীরের ওপর মেতে আছে
সৌখিন জনপদ।
একটা নদী শুকিয়ে বালিয়াড়ির নীচে
শুয়ে আছে চুপচাপ--
তার স্তব্দতায় কেঁদেই চলেছে শূন্য কলসী
আর ধানখেত।
এখন উত্তাপ আর বৃষ্টিই শুধু দুজনকে ভাসাতে পারে--
মানুষের জন্য।
No comments:
Post a Comment