সৌ মে ন দে ব না থ
রক্তমাংসকথন
নরপিশাচের বাঘের আত্মা
উষ্ণ শরীরে উঁৎ পেতে থাকে সুযোগের অপেক্ষায়
সব সাধুর ভেতরেই পশুর বাস
বিধবা হয় অন্তঃসত্ত্বা
ফুটপাতে পাগলীর কোলেও ঘুমায় পিতৃহীন শিশু
সভ্য কুমারীর কোলেও আসে দেবশিশু
কার্টুনে ভরে নাড়ী ছেঁড়া ধন ফেলে যায় মা,
ডাস্টবিনের মশা, মাছির কামড়ে কাঁদে শিশু
মা তবুও পিছে আর ফেরে না
কলঙ্কে ভেজে না।
প্রেম হয়েছে ছিনালীপনা
প্রিয় মুহূর্তের ছবিও দেখে দুনিয়া।
শরতের কাশফুল আর দোলে না
চৈতালী বাতাস নদীতে কুলুকুলু ঢেউ তোলে না
আমি বিকালের মরা আলোয় মুখ লুকাই
আমি এসব দেখে-পড়ে বাঁচবো না
আমি পাগল হয়ে যাবো
তার আগে নেবো ইচ্ছামৃত্যু।
No comments:
Post a Comment