Thikkabita9

Friday, January 1, 2021

ঠিক কবিতা ঌ : প্রনব রুদ্র

 



প্র ন ব রু দ্র

না ভাবাই ভালো!



পিঁপড়ে যুদ্ধ যুদ্ধ কামড়াচ্ছে কানের কুহরে 

চামড়ায় হুল ফোটাচ্ছে প্রতিবেশী মৌমাছি 

মাকড়সার জালে দেশাত্মবোধক পতাকা 

সারা শরীরে কাঁটাতারের কাঁকড়া বিছে… 


চা খেতে খেতে ভাবছি- হাসবো না কাঁদবো? 

ঘোলাজলে মাছ ধরবে কত কোকিল কোনদিকে!


খেলার পুতুল মনুষ্য জীবন, সব ছকেরই মানচিত্রে 

স্বদেশ প্রেমের পায়রা উড়িয়ে প্রিয়হারার বুক পুড়ে। 


এবার মুখোশ পড়ে বলি চিৎকারে, যে সব বিষয় 

ভাবায়; ভীষণ ভাবায়, ওগুলো না ভাবাই ভালো! 

No comments:

Post a Comment