র ণ্দী পা স র কা র
মনের কথা
অহরহ তুমি মনরে শোনাও
তোমার মুখের কথা,
কান পেতে শোন হৃদয় বীণায়
বাজছে প্রেমগাঁথা।
ভাড়াটিয়া তুমি, বাস কর অন্যের ঘরে
ভাড়া যে তোমায় দিতেই হবে
ফাঁকি দিয়ে পরবাসে
কতদিন আর রবে।
আমারে না হয় নাই বা বললে
ভেঙে তোমার অহংপট।
আগলে রেখো বীণার তার
নিজেই তখন মূর্ছা যাবে
বাঁধবে যখন আলতো জট।
শ্বাস প্রশ্বাসে জপ যার নাম
ভুলবে তারে হেলায় ফেলায়।
দুদিন পরেই ছাড়বো এই ধাম
পান্থশালার পথিক সবাই।
তখন তুমি গরিমা কে সাথী করে
যেয়ো যথা তথা ।
শুধু একবার শুনিয়ে যেয়ো
মনরে মনের কথা।
Darun hoyeche .... Fan hoye thaklam
ReplyDeleteধন্যবাদ
Delete