তা প স রা য়
জানালায় কেন যে পর্দা টাঙানো হয় জানালা জানে না
একটা বড় নৌকোর ভেতর একটা ছোট নৌকো পুরে
মানে যেভাবে একটা বাড়ির ভেতর ঘর বানিয়ে
আমাদের ভেসে থাকাথাকি ---- ক্রমে অশ্লীল হয়ে আসে সব
আর প্রতিটি গোপন আমরা গোপন করা শিখি, বাজারে যাবার আগে
পোশাক পাল্টাই, তুমি লক্ষ্য করো আমাদের বাইরের আমি
ভেতর আমিটি ক্রমাগত হেরে যায়, ঝুঁকে পড়ে
জানাজানি হবে না কখনো ঘরের ভেতরে
উপেক্ষারা কত কত পড়ে থাকে, জড়সড়
এভাবে বলা যেতে পারে, আমাদের তাকানোর ভেতর যেসব অভ্যাস ক্রিয়াশীল
ঠিক সেভাবেই দৃশ্যরা আসে, আমি নিশ্চিত বলে দিতে পারি
মৃতদেহগুলির চলাফেরা তুমি কখনও দেখ না, তুমি দেখতে জান না
সকাল হবার আগে দিনমণি কীভাবে কষ্ট পায়, তার আরো যে
ঘুম বাকি থাকে, আড়মোড়া ভাঙাটি্কে তুমি লাফাতে লাফাতে বলে দাও
সানরাইজ সানরাইজ
তার লাল লাল হাহাকার তোমাকে নন্দিত করে
তুমি পিক ফিফটিনের পাশে অন্য চূড়া খুঁজে যাও, নিজের পায়ের নীচে
পড়ে থাকে ব্যথাতুর অনন্ত খাদ
যেকথা বলছিলাম, শক্তি কি অকারণে হাঁকে, ‘প্রভু নষ্ট হয়ে যাই’! নষ্ট হই আজ
No comments:
Post a Comment