বার্ণিক প্রকাশন থেকে প্রকাশিত কবি জয় গোস্বামীর "শান্তি"কাব্য। মোট ৩২পাতার বইয়ে ২৭টি কবিতা। ভাবের সুক্ষতার পাশাপাশি কবি তার ছন্দ বৈচিত্র্যের স্বকীয়তা বজায় রেখেছেন। আধুনিকতার সঙ্গে চিন্তন মননের ককটেল। একাকীত্বের পরশ পাথরে সুখের অমৃত পান করেছেন কবি।শুরুতেই বলেছেন,"শান্ত জলধারা ...ভারী প্রস্তর সেও তো শান্ত ..।"কবির সুখ অন্তর্মুখী। শূন্যতায় ভেসে থাকতে পছন্দ করেন_"সারা দিন ধরে ভেসে থাকা ভেসে থাকা/সারা রাত ধরে ভেসে থাকা ভেসে থাকা"। মুক্ত বিহঙ্গের মত কবি ভাসছেন কবিতার ডানায়। কিটসের নাইটিঙ্গেলের মতো শান্তি তাঁকে দেয় ভাবনার সুখ। ভালোবাসেন ঘর।জন ডানের বন্ধু তিনি। অনু পরমাণুর বিস্ফোরণ সেই ঘরেই_".. এই ঘরটির কাছে কোনোই দোষ করিনি।"অপূর্ব মেটাফিজিক্যাল কনসিটের দ্রবণ।৬ ও ১৩ নম্বর কবিতায় কবি শান্তির সুখে ফিরে তাকান অতীতে _"উদাসী মা মুড়ি ভাজে..।"মহাজাগতিক সূত্রে জানতে চাইছেন শান্তির রহস্য। উপেক্ষা করেছেন বেন্থামকে। কল্পনা সূক্ষ্মতর। ব্যবহার করছেন রেটরিক _"রাত্রি ঝরছে", "থৈ থৈ একরাত সরোবর হয়"। শান্তির সৈকতে জমেছে উইলিয়াম ব্লেকের বালুকণা। ১৯নম্বর কবিতায় বুনেছেন নস্টালজিয়া_বাবা,মা,ভাই, চালস লাম্বের ডাইরির মত।"কিন্তু আমি কোথায়?"আমি কি "সিড়িতে বসেছি। এক পা নীচে জল।"শান্তি কবির চোখে নারী। শান্তি ক্লান্ত। কবির আদেশ,"তুমি ঘটি ভরে জল এনে শান্তির দুটি হাতে আর দুটি পায়ে ঢালো সযত্নে _"। ভাবের সরলতায় নেই যতি চিহ্নের ব্যঞ্জনা। শুধু প্রশ্ন চিহ্ন আর আবেগের উল্লাস_শান্তির ইউরেকা। কিটসের মেলানকলির মত কবি বিষাদেও সৃষ্টিশীল। কবির আবেদন,"আমার শান্তি ভিক্ষে।"কল্লোলের উল্লাস না থাকলেও শান্তির চুপকথাতে মিশে আছে বারোক আর সুররিয়ালিজম, কখনও হেনরি ভনের ফেলে রাখা অ্যালবাম। কবি জয় গোস্বামী হৃদয় ভাসান অলকানন্দার স্রোতে। বলে গেলেন '"এই রাজ্যের দরজায়/প্রহরী বলতে শুধু/শান্তি। একাই শান্তি।"
✍️ তন্ময় কবিরাজ
_____________________________________
■ শান্তি
জয় গোস্বামী
বার্ণিক প্রকাশন
মুদ্রিত মূল্য : ৮০ টাকা
■ সূচিপত্র
No comments:
Post a Comment