Thikkabita9

Saturday, February 20, 2021

ঠিক কবিতা ঌ : অর্ণব মিত্র

 


অ র্ণ ব মি ত্র


বোধন



কাল যদি মা জন্মাতিস তুই, 

ঋতু হত শরৎকাল,  

শিউলি ভেজা ভোরেতে কোথায় চলরি রে তুই ফেলে রে মায়াজাল।

লড়াই কত করলি রে তুই আর কত করবি বল, 

যুদ্ধ শুরু তোর সেই আদ্দিকালেই।

মা যে তুই আসবি ফিরে, শরতের ঐ করুণ ভোরে।

কোন হাতে তোর করব বোধন? 

মনুষ্যত্ব এখনও হয় নি রে শোধন ।

কৈলাসে ফিরিস মা তুই সমারোহে, 

হাসরথে কেন রে মা জ্বললি রে তুই হিংস্রতার অনলে! 

কি দিল মানবজনম তোরে? 

মানবতা আজ অতলে । 

মা তুই আসিস আবার সুবাস ফিরুক ফুল পরাগে ।

চণ্ডী নামে বোধন হোক তোর, অস্ত্র উঠুক ঐ খড়গে!

No comments:

Post a Comment