Thikkabita9

Saturday, February 20, 2021

ঠিক কবিতা ঌ : স্নেহাশিস মুখোপাধ্যায়



 স্নে হা শি স মু খো পা ধ‍্যা য়


টার্মিনাস নয় 





অনেকের সাথেই আজকাল বাসস্টপে দেখা হয়।

টার্মিনাস নয়। শুধু একটা স্টপেজ।

সেখানে অনবরত বৃষ্টি হয়।

এমন বৃষ্টি, আর এতো মিষ্টি লাগে...

আমি বাসে উঠতেই ভুলে যাই। 

অজস্র সময় ধরে বাসস্টপে দাঁড়িয়ে থাকি।

টার্মিনাস হলে আমার মুখ অন‍্যরকম হ'তো না কি? 


তবে কি টার্মিনাসের কথা ভেবেই বাসস্টপ তৈরি হয়?

অত টার্মিনাস তৈরি হলে মানুষ কোথায় হাঁটবে?

মানুষ কি হাঁটে? বাষ্পের মত উড়ে যায় না কদাচিৎ?

এক্সাইড ঘেঁষে একটা পোক্ত স্টপেজ হওয়া উচিত।...


ইত‍্যাদি কথাগুলো ভাবতে ভাবতে মেঘ আসে।

সাদা, কালো, নীল, হলুদ...লাল। রোদের রঙ

মুছতে মুছতে মানুষের কেমন বয়স বেড়ে যায়!

চোখের চশমার ভেতরে চোখের কালির দাগ―

দাঁড়িয়ে দেখছিলাম, তাকে দাঁড়িয়ে দেখছিলাম। 

চিনি না, জানি না। তাতে বাধা কি? কি বাধা, দেখতে?

অনেক বাসস্টপ ফুরিয়ে গেছে, টার্মিনাস হতে হতে। 

No comments:

Post a Comment