Thikkabita9

Saturday, February 20, 2021

ঠিক কবিতা ঌ : চন্দন পাত্র

 


চ ন্দ ন পা ত্র


পাপাঘ্ন কঙ্কাল




 মুখাপেক্ষী ঘর্মাক্ত মুখগুলির জন্মতেই মৃত্যুর বীজ,

অপুষ্ট জরায়ুর গোপন ষড়যন্ত্রে অনিচ্ছার করাঘাত ।

ভূমিষ্ঠে, বজ্জাতির কাঁটাতারে ক্ষত-বিক্ষত দেহে,

সৃষ্টির পালে বাঁধা দাঁড়ে, নবারুণের মুক্তির তপস্যা।

মন্ত্র'রা সব আত্মজ ঘাম, আশীর্বাদ লুট হয় অহরহ,

পেট আর প্রজন্মের অশ্রুতে ভেসে যায় প্রগতির পথ।

রসদের উৎসও , রাজদ্বারে চাটুকারের ভিক্ষায় ব্যস্ত,

নগ্ন শাসকের হাতে; শোষনের মুষ্টিভিক্ষা দেদার।

আলোকের আলো-ছায়ায়, চেতনার লাশের স্তূপে, 

 সংগোপনে হেঁটেছে; অন্ধ অলৌকিক মাহাত্ম্য। 

অভাব বঞ্চনার শেকড় খুঁজেছে পরলোকের নরকে, সন্ধিক্ষণের সুড়ঙ্গে চুরি গেছে  জিয়ন সুখ ।

জমায়েত প্রতিকারকে ধ্বংস করেছে উলঙ্গ চক্রান্ত

 যীশু'রা ক্রুশ পরেছে যুগে যুগান্তরে কূট বিচারে।

ঘুম ভাঙেনি, আধমরা পশুদের খোয়াড়ের দেওয়াল, দু'মুঠো খাদ্যে  বিক্রি হয়, প্রতিবাদ মিছিলের জমি।

No comments:

Post a Comment