বর্ষা প্রেমিক
পা ভে ল আ মা নবৃষ্টির প্রতিটি ফোঁটার
জলকণার সংমিশ্রণে সৃষ্টি হবে
এক অভিনব রং -
যা দিয়ে ক্যানভাসে ফুটে উঠবে
স্বপ্ন প্রেমিকার অবয়ব
সে শুধু সুদীর্ঘকাল চাতকের ন্যায়
প্রেমিকের আগমনের বার্তায়
অধীর আগ্রহে প্রতীক্ষারত-
মাঝে মাঝে মননে বাসনা জাগে
রক্ত মাংস দিয়ে প্রাণসঞ্চার ঘটিয়ে
তাকে বাস্তবের যোগ্যা রূপে প্রাপ্ত হয়
তাহলে কি মিরাক্যালই না ঘটবে?
যেখানে কল্পনা ও বাস্তবের
অদ্ভুত সহবস্থানে সৃষ্টি হবে
অহর্নিশ নীরা' র চরিত্র
এ যেন এক নিমেষেই রূপকথার
পরিদের মর্তে আগমন
বেঁচে থাকুক প্রাণের বর্ষা
বেঁচে থাকো আমার স্বপ্ন প্রেমিকা।
No comments:
Post a Comment