জীবনের দরজায়
অ ন সূ য়া দ ত্তমরীচিকা মরীচিকা সবই মরীচিকা
জীবনটাই মিথ্যা, জটিলতার আবরণে ঢাকা
চিল শকুনের খাবার; ওরা খুঁটে খুঁটে শেষ
করে লাল রঙা মাংস আর খুঁজে চলে
আরো আরো গলা পচা অবয়ব।
আসলে পা বাড়ালেই খাদ
তবে
মন খোঁজে আমৃত্যু সবুজ গালিচা যার
শরীর জুড়ে শুধু আরামের বাহানা
আর
চোখে রোদ চশমার আঁধারিয়া ঠান্ডা।
তাই জীবন জোড়া শুধুই মরীচিকার আসা যাওয়া।
No comments:
Post a Comment