অ নি ন্দ্য পা ল
স্ক্রল
ছোঁয়াই তো শুধু!
অথবা টাচ্
অথবা মৃতের সঙ্গে জীবনের
জোড়কলম
তারপর...
একের পর এক বদলে যায়
দেশ
জাতি
উষ্ণতা
আবহাওয়া
আর শ্বদন্তের আকার...
কখনও
রং বদলের সাথে
কখনও সুর বদলের পরে
একা পড়ে থাকে
অসীম সমতল বিশ্ব
আর
সমস্ত বক্রতা এবং পেলবতা নিয়ে
পৃথিবী হাঁটতে থাকে
পৃথিবী ছুটতে থাকে
প্রোফাইল থেকে প্রোফাইলে
এই ব্রহ্মাণ্ডে ইদানিং ঈশ্বর বসত করে
প্রতিটা আঙুলের ডগায়।
No comments:
Post a Comment