Thikkabita9

Friday, November 13, 2020

ঠিক কবিতা ৯ : প্রাণকৃষ্ণ ঘোষ

 




প্রা ণ কৃ ষ্ণ ঘো ষ

ভোর



ঝরে যাওয়া গাছের পাতা

নতুন জীবনের কথাই বলে

ভঙ্গুর সেতু পেরিয়ে গেলে

সবুজ জীবন আসে

প্রজাপতির মতো ডানা মেলতে মেলতে

পেরিয়ে যাওয়া যায়

নিবিড় আলপথের গাম্ভীর্য

জোনাকিরা পথ খুঁজে পেলেই

নরম শিশিরে ভোর জেগে ওঠে

No comments:

Post a Comment