প্র ন ব রু দ্র
নুপূরের ঝর্ণাবেশ উত্তাপ পরিবেশের
গায়ে
শরীরে মনে ভয় ভয়
ঠান্ডাস্রোত
মহামারী হাওয়া শুষে
সংসারী আয়েস
প্রেমিকা শুষে যায় হৃদয়
কিছু ব্যথায় আড়ষ্ট থাকি।
পরিমিত ভালোবাসার স্নিগ্ধদিনগুলি
চেকমেট ক্লাইম্যাক্সের আশায়
পরাজিত লক্ষাধিক আমি
হাঁটু গেড়ে স্থাণুবৎ প্রেমের সামনে
যদি দেবী বামহাতেও ছুঁড়ে দেয় ফুল
ভাতের ফ্যান খাবো ঝেড়ে কালি ধূল
সব রোমাঞ্চ শেষ হয়ে যায়নি এখনো
ভালোবাসার রোদেলা নুপূরপায়ে ঝর্ণারমতো তুমি ঝরবে ঠিক কোনখানে
No comments:
Post a Comment