সৌ মা ল্য গ রা ই
আলাদীন
অন্ধকারে- অন্ধকারে ঘষা লেগে
জ্বলে উঠি আলোক বিহীন
নই তো মানুষ নই তো ঈশ্বর অথবা শয়তান
জিনের পোশাক পরে
বসে আছি নিঃস্ব আলাদীন
ইহের কুকুর যেন আজ্ঞা নিপীড়িত
ঘন্টা শুনে ভ্রান্ত লেজ নেড়ে
ছুটে যাই মাংসখণ্ড মুখে
রয়েছে নমস্য প্রভু, খুরস্য শিকল বেঁধে বলে
সমস্তই তোমার, শেষে কেড়ে নেয় অকস্মাৎ
এই তো ন্যায়ের রীতি, নিয়মের সার
যেমন প্রদীপ জানে —
যে আলো নিজের ছিল
সেই তাকে পোড়াবে আবার
No comments:
Post a Comment