Thikkabita9

Thursday, November 21, 2024

ঠিক কবিতা ৯: তন্ময় কবিরাজ

 


ত ন্ম য় ক বি রা জ

 সুবর্নরেখা 


ভালোবাসার নাম রাখিনি কোনোদিন 

শুধু একবার বলেছিলাম সুবর্ণরেখা


জীবন্ত ঝিনুক

আমার নৌকোর পাশে ঘুমিয়ে পড়ে

স্বরবর্ণে সুখ 

আর সহজপাঠের প্রথম পাতায় ভালবাসা


আমি নাম রাখিনি তোমার

যেখানে থেমেছি ,সেটাই তুমি


আরও কিছুটা চলো

আমার নামেই লোকে তোমাকে ডাকবে তখন....



No comments:

Post a Comment