Thikkabita9

Thursday, November 21, 2024

ঠিক কবিতা ৯: তীর্থঙ্কর সুমিত

 


তী র্থ ঙ্ক র সু মি ত 

ভিসুভিয়াস যাত্রা


ট্রেন চলে গেছে প্লাটফর্ম ছেড়ে 
দূরের ঝাউগাছে
এখন একটা অসমাপ্ত রেখা
চায়ের ভাঁড়ের ধোঁয়ায়
তোমার মুখ
বিকেল আলোয় যত ধুলো
উড়িয়ে দেওয়ার সুখ
আর একটা গোটা পৃথিবী
যেমনভাবে যন্ত্রনার পদাবলী
আঁকড়ে থাকে
আমার টেবিল কামিনীতে

আর তোমার চোখে আঁকা ভিসুভিয়াস যাত্রা...


No comments:

Post a Comment