দেবপ্রিয় হোড়
নতুন স্বাভাবিক
নতুন স্বাভাবিক ছন্দে ফেরে পুরোনো জীবন,
আপোসহীন আপোসে অতিমারীর সাথে বন্ধন।
মাকড়সার জালে বন্দী খাদ্য-বস্ত্র-বিনোদন,
উদ্বেগ-উৎকণ্ঠা-অনিশ্চয়তায় দিনযাপন।
জীবন চলে যায়, তবুও কোথাও একটা শূন্যতা,
নতুন স্বাভাবিক জীবনের দিনলিপি লেখে ভিন্ন বাস্তবতা।
No comments:
Post a Comment