গোবিন্দ মোদক
স্বপ্ন-মরীচিকা
নাব্যতা এঁকেছে নারী পীন-পয়োধরা ,
সারা অঙ্গ জ্বলে যায় কামজ্বরে মরা !
জাহাজের মাস্তুল ওঠে ফুলে-ফেঁপে ,
বড়ো জ্বালা সারা গায়ে, ওঠে কেঁপে কেঁপে !
যৌবন-গন্ধে ভরা মরীচিকা বন ,
নারী তুমি দয়া করো কামনার ধন !
পরিমিত উরু, বুক, যোনি ও জঘন ,
সান্নিধ্যের উষ্ণতায় পেতে চায় মন !
হে নারী সদয়া হও দাও আলিঙ্গন,
মদনের শরে দেহে কী যে উচাটন !
সোহাগের বস্তু দুই গোলাকার স্তন,
করিতে দাও এবে কঠিন মর্দন !
তুমি রম্ভা, উর্বশী বিপুলা বিস্ময়,
কাছে এসো, ধরা দাও, হও গো সদয় !
নষ্ট প্রেমিক আমি যাবো উচ্ছন্নেতে
আর কিছু চাই নাকো, চাই তোমায় পেতে !
বর্ষা পড়ুক ঝরে সারারাত ধরে ,
তুমি আমি নিশি-যাপন একাকী এ ঘরে !
এই বলে পুরুষ যেই নারী কাছে যায়,
হুতাশন বাজে ঘরে কেউ কোথা নাই !
No comments:
Post a Comment