Thikkabita9

Saturday, February 20, 2021

ঠিক কবিতা ঌ : শুভজিৎ দাস

 


শু ভ জি ৎ দা স 


শাণিত নির্জন নদী




নদীর দুপাড় জুড়ে 

ইঁট-কংক্রিট এর পাহাড় গড়ে উঠলেও 

নদীটা আজ খুব একা ।

বুজে আসা নদীর স্রোত আজ স্তিমিত হলেও,

নদীর দুপাড়ে মানুষের স্রোতের গতি দ্রুত বহমান। 

দুপাড়ের নুইয়ে পড়া ধ্বংসস্তূপগুলোয় 

দ্রুত পলেস্তারা পড়লেও ,

নদীর শেষ বেঁচে থাকা অংশটুকুও

সময়ের ভারে অক্ষম মানুষটির মতোই,

সকলের কাছেই উপেক্ষিত।

মজে যাওয়া পলির আর পানার ভারে,

নদীর গৌরবও আজ অস্তগামী 

এখানে গড়ে ওঠা সকল নবাগত বসতির কাছে।

গৌরবহীন নদীর ঘাটগুলোও 

 সময়ের চাকার বহমানতায় 

রূপান্তরিত হয়েছে সরীসৃপ - পরজীবীর বাসস্থানে।

তবুও বর্ষার আবহে নদীটা

আগুনের শেষ আঁচের মতো কিছুটা শাণিয়ে উঠলেও সংস্কারের অভাবে সেই আঁচও নিভে যায়।


এই অস্তগামী গৌরবযুক্ত নির্জন অসহায় নদীরটির 

শেষ সঙ্গী হয় হয়তো কোনো ভিক্ষুক 

হয়তো বা কোনো হেরে যাওয়া অসহায় মানুষই।

No comments:

Post a Comment