সৌ মে ন দে ব না থ
নগরবধু
পুষ্পশয্যায় শায়িতা মদোন্মত্ততা
বিবসনার শরীরের ভাজে ভাজে বিদ্যুৎকণা
প্রতি রাতে তার সাথে বেডশো থাকে
কতিপয় পুরুষের পর্যায়ক্রমে
বস্তীর ভিউকার্ড বহনকারী বখাটে থেকে সাধুবাবাও
তার বিছানায় স্বাদ নেয় এসে
শারীরিক ছলাকলা দেখে নয়ন তুষ্ট করে
নতুন পুরুষের সাথে রাত জাগলে তারও ভালো লাগে
তার শরীরের উত্তাপে সিক্ত সকলে পায় কামনার স্বাদ রাত বিরাত
মহাপুরুষ রচনার ভ্রূণবীজ উত্থিত অঙ্গ থেকে
ঝরে পড়ে নগরবধুর নর্দমা খালে
শঙ্খ স্তন্য সুধা পান করে, নাভিদেশে মুখ লুকিয়ে
যৌন বনিয়াদ ভাঙে খোঁজা পুরুষ।
যৌবন যদ্দিন শরীর ভাঙিয়ে পকেট ভরে বারো জনের প্রিয়া
অতপর ফুটন্ত টগবগে যৌবনা দেহে ভাটা এলে
চটক বিন্দুমাত্র না থাকলে
মাঘের সাপের মতো ঘুমায়
অবশ্য ঘেঁয়ো কাঁঠালে মুচি খদ্দের লাগে বৈকি!
No comments:
Post a Comment