অ র বি ন্দ মা জী
জীবনের হিসেব
আমাদের বয়স বাড়ছে দিনে দিনে,
সুদিন আসে, দুর্দিন আসে কালের নিয়মে।
যোগ, বিয়োগ, গুন, ভাগ-
সবইতো শিখেছিলাম সেই ছোটো বেলায়,
তবুও এখন আর হিসেব মেলাতে পারিনা-
জীবনের হিসেব মেলে না যেন কিছুতেই...
প্রতি দিন একটু একটু করে পাল্টে যাচ্ছি,
বন্ধু বান্ধব, স্বজনদের সংখ্যা ক্রমশ কমছে,
হয়তো ভালো নেই, তবুও কেউ রাস্তাঘাটে -
যদি জিজ্ঞেস করে - কেমন আছেন?
শুধু বলি ভালো আছি, আপনি?
তারপর পথ হাঁটি আনমনে সামনে সমানে...
যেতে হয় বলেই,মাঝেমধ্যে ডাক্তার খানায় যাই,
প্রেসার, সুগার, থাইরয়েড চেক্ করাই,
নুন কম, চিনি কম, টক ঝাল সবই কম,
কানে শুনি কম, চোখেও দেখি কম,
এখন আর হিসেব মেলাতে পারি না-
জীবনের হিসেব মেলে না যেন কিছুতেই...
No comments:
Post a Comment