দী প ক মু খো পা ধ্যা য়
উষ্ণতা নেই
কুয়াশার চাদর জড়িয়ে আছে সারা শহর
ঘরে রুম হিটার জ্বলছে
দগ্ধ করছে বাতাসকে
উঁচু বাতিস্তম্ভের নিচে
স্বেচ্ছায় পুড়ে মরার জন্য
কিছু পতঙ্গ নিজেদের শেষ বারের
মতো প্রস্তত করছে ।
নির্জন পথের ধারে
কৃষ্ণ প্রসাদের
গাড়ি বারান্দার পাশের
আবছা অন্ধকারে মেয়েটির কাঁধে
হাত রেখে যে যুবক কথা বলছে
আর হাসছে ;
তার বাঁদিকের গালে ক্ষতের দাগ
সে আমাদের পাড়ার ছেলে নয়
তবুও তাকে আমি চিনি ।
মেয়েটি তার প্রেমিকা ।
ওরা চলে গেলে
সারা শহর একটু একটু করে
শুষে নেবে কোনো রমণীর লিপস্টিকের রঙ
অথবা নেল পালিশ ।
রাত গভীর হলে কোনো মাতাল যুবক
ঘরে ফিরবে বেসামাল হয়ে
কোনো বেয়াদব ছেলে হয়তো
অন্য কোথাও রাত কাটাবে আজ ।
উষ্ণতার খোঁজ করবে হয়তো কোনো
নারী .....
যার যৌবন আর কয়েকটা দিন পর
চলে যাবে ......
আমার রুম হিটার কাঁচা
বাতাস টেনে নিয়ে শুস্ক করছে ঘর
তার কাছে ঋণী থাকব চিরদিন
শুধু উষ্ণতার জন্য ।
No comments:
Post a Comment