Thikkabita9

Saturday, February 20, 2021

ঠিক কবিতা ঌ : রবীন বসু



 র বী ন ব সু


ভবিতব্য



শীতঘুম ভেঙে জেগে উঠবে সাপ

অনন্ত ক্ষুধার পেট

অগ্নিজ্বালা জঠরের তাপ

জীবনানন্দের ইঁদুর শুধু চেয়ে দ্যাখে

হতচকিত বিস্ময় নিয়ে নির্বাক

সম্মোহিত দৃষ্টি থেকে অব্যর্থ ফাঁদ

এবার লালার রসে জারিত খাদ্য

অমোঘ সে ভবিতব্য নিঃশব্দ হাঁটে।


এও এক আত্মহনন, পায়ে পায়ে

খুঁজে নেয় সব ব্যর্থ মনস্তাপ

জীবন দিল কি কিছু? সম্পর্ক-ভিত

নাকি অহি-নকুল, এটাই ভবিতব্য।

1 comment:

  1. আন্তরিক ধন্যবাদ 🙏
    সুন্দর সংখ্যা হয়েছে।

    ReplyDelete