বেহালা
ই ন্দ্রা ণী পা ল
এক একটা বিকেলে অসুখ আসে না
সেদিন ময়নার মা কলতলায় এসে দাঁড়ায়
আর অন্ধকারের ভিতর থেকে অজস্র চিঠি উড়ে এসে
পায়ের কাছে লাট খেতে থাকে
একপাল ভেড়া এইমাত্র ছাড়া পেয়ে আপাতত রাস্তার
দখল নিয়েছে। ধুলো ওড়ে...
এই এত এত সস্তা সম্পর্কের বোঝা বইতে বইতে
মাথাটা কেমন যেন ফাঁকা হয়ে আসে
আর একটা ট্রাম থেকে অন্য একটা ট্রামের অন্ধকার দূরত্বটা বাড়তে বাড়তে
ক্রমশ আকাশ ছুঁয়ে ফেলে
এখন শীতের রাত যেন একটা কাটাপড়া লাশ
অথচ বাতাসের ভিতর পুড়ে যাওয়া ঘাসের কাছে বসে
কে যেন বেহালা বাজাচ্ছে...। সারাদিন।
No comments:
Post a Comment