Thikkabita9

Tuesday, January 26, 2021

ঠিক কবিতা ঌ : অচিন্ত্য রায়



দেবতা লাঙল ও কৃষক


অ চি ন্ত্য রা য়

এক।

হাঁটছে একান্ত শহর জনকোলাহল
অলস রোদে হেলে আছে রাষ্ট্র
রাজপথও জানে-
কোদালের নাম ঈশ্বর ভগবান...

দুই।

ঝিম ঝিম হিমেল শীতের শরীর
কালো ছাতার ভেতর কাদখোঁচা
হাওয়ায় শ্লোগান ভাসে-
তবু কেউ শোনে না, চুপচাপ থাকে...

তিন।

একটা কাস্তে চলতে জানে
ঘুমন্ত ফসলে সোহাগ লিখতে জানে
যতটা নীরব সে থাকতে শিখেছে
গর্জাতে পারে তারচেয়ে বহুগুণ...

চার।

মাটির গর্ভে থেকে তুলে আনা
হাড় কঙ্কাল মৃতমূর্তি দেখেছেন?
ঘন কুয়াশায় সে কেমন-
পার হয়ে যায় ঝুলন্ত সূর্য
সে শুধু কৃষক নয়, দ্যাখো-
একজন মানুষও...

পাঁচ।

আগুনের সঙ্গে খেলা করা
কোন বেদেকারের কর্ম নয়
কৃষক তেমনি প্রজ্বলিত গোলা
হে মালিক সাবধানে থেকো
দংশালে, ডান হাতে অন্ন জুটবে না...

ছয়।

জোয়ালেরও অনেক রিপু আছে
সে'সব কাঁধে নিলে বোঝা যায়
অথচ দ্যাখো, যুগযুগ ধরে
রাষ্ট্রের কাঠামো মুদোনি
দেবতা লাঙল ও কৃষক বয়ে চলেছে...

No comments:

Post a Comment