Thikkabita9

Friday, November 13, 2020

ঠিক কবিতা ৯ : শুভজিৎ দাস

 



শু ভ জি ৎ দা স 


নীলাভ মন


হয়তো বা মনের কোনো রং আছে ,

        হয়তো বা নেই ।

এইভাবে হয়তো এর কোন মানেও নেই, 

হয়তো বা এর কোন অর্থও রয়েছে কোথাও ।

হয়তো বা এই রং এর কোনো অস্তিত্ব নেই,

হয়তো এর অস্তিত্ব রয়েছে মনের কোন

গভীর সূক্ষ্ম কোণে ....কে জানে?

কেউ হয়তো বলে এই নীলাভ মানে,

অসীম শূন্যতার ছড়াছড়ি,

সুগভীর বেদনায় জড়াজড়ি।

আবার কেউ বলে নীলাভ মানে ,

যেখানে শুধু অপূর্ণতার স্বাদ, 

আর শুধু অতৃপ্তি আর আকাঙ্খার বাধ।

তাহলে তাই হবে হয়তো .....


তাহলে হয়তো পরিনয় না পাওয়া 

প্রত্যেক ব্যর্থ প্রেমের মধ্যেও 

কোথাও নীলাভ মনের অস্তিত্ব রয়ে গেছে ।

হয়তো কোনো পরিনয় পাওয়া প্রেমও 

যখন সামান্য ঝড়ে উড়ে যায় 

সেখানেও হয়তো উঁকি মারে সেই নীলাভতা।

তাহলে এই পরিনয়ে বীজ থেকে অঙ্কুরিত

ফসলরেরাও শৈশবেই স্বাদ পায় এই নীলাভতার।

হয়তো সংসারের চাপ মুখ বুঝে সহ্য 

করতে করতে হাঁপিয়ে ওঠা মানুষগুলো

মনেও ছোঁয়া দেয় সেই নীলাভতা ।

হয়তো ব্যস্ত শহরে একাকিত্বে ভোগা বৃদ্ধ মানুষগুলোর মনটাকেও গ্রাস করে এই নীলাভতা।


এই নীলাভতার অদৃশ্য চাদরে হয়তো 

আশেপাশের কত মানুষই ঢেকে রয়েছে ,

কেউ হয়তো নীলাভতাকেই সঙ্গী করেছে 

নিজের বাঁচার তাগিদে বা

অপরকে গড়ে তোলার খাতিরে।

আর কেউ নীলাভতা মায়াবী জালে জড়িয়ে 

গেছে নিয়তির আহ্বানে।।

No comments:

Post a Comment