Thikkabita9

Friday, November 13, 2020

ঠিক কবিতা ৯ : প্রসাদ সিং

 




প্র সা দ সিং 

বেদনা প্রসঙ্গে 

প্রাক্তনী প্রেমিকা , নিন্দুকদের অসংখ্য ধন্যবাদ 

মাটির সাথে নুড়ি , পাথর লাগে ভিত শক্ত হতে

নাহলে দাঁড়াচ্ছেনা তোমার কেল্লা শক্ত পায়ে 


যদিও বেদনাকে ঘৃণা করে অনেক কবিতা হয়েছে 

আজ বেদনাকে ভালোবাসি অানন্দের মতো 

বেদনা আসলে গ্রহণযোগ্যতার নামান্তর মাত্র 


আজকাল জিইয়ে রাখি বেদনার লাল ক্ষত 

ঢাকি না টি-শার্ট বা কবিতা দিয়ে 

অক্ষর ও রঙে আরও আরও রঙিন হয় বেদনা 

No comments:

Post a Comment