অ মি ত চ ক্র ব র্তী
ষড়যন্ত্র ও প্রেমের কবিতা
ষাট বছর বয়সে কেউ প্রেমের কবিতা লেখে? এ সবই কমলিনী
আর লরা এঙ্গেলের ষড়যন্ত্র। দীর্ঘ ক্রমভঙ্গের পর আবার গান
কমলিনীর, আকুলতার টান। বহুদিন আগে শৈলেন দাস, তিনি
শিউরে ছিলেন বনরাজি, কমলিনীর সমান স্থান
চন্দ্রকরে হাসি ফুটিয়ে। আমি শুধু চঞ্চলতায় শিউরে উঠি;
ঘরে মন টেঁকেনা, উধাও হয়ে মেঠো পথে হেঁটেই চলি
সারা সকাল। এ মধুর প্রহারও বুঝিবা যথেষ্ঠ নয়, জুটি
বেঁধে হাজির লরা এঙ্গেল, একই দিনের সন্ধ্যাকলি ।
কি করে কেউ গায় এমন? কি সমর্পনে বেরিয়ে আসে
এই আকুল স্প্যানিশ গান বেসামে মুচো, চুমু দাও অঢেল?
আমি ফের বিস্ময়ে মগ্ন হই, কোনোদিন লিখবো না হতাশে
আর, ভালবাসা পাই বা না পাই, মনে থাক এই মুগ্ধ বিকেল,
অভিজ্ঞ, প্রবীণ বয়সেও। সে যদি মনে রাখে ভালো, নাও যদি রাখে
প্রেমের কবিতা, শুধুই প্রেমের কবিতা, অঘ্রাণে কি বৈশাখে।
বাহ্!
ReplyDelete