Thikkabita9

Friday, November 13, 2020

ঠিক কবিতা ৯ : অর্ঘদীপ পানিগ্রাহী


 


অ র্ঘ দী প পা নি গ্রা হী

বৃষ্টি বয়ে যায়


 


জানালার ধার | আজ বড্ড তোকে মনে পড়ে | জানালার পাশ আর বৃষ্টি বড্ড প্রিয় ছিল | আগের বছর জুলাই সবে বর্ষা নামল| তোর মামাবাড়ি ছিল আমার বাড়ির পাশে , তোকে নিয়ে ফেরা | জানালার পাশে বসার জন্যে কি মারামারি না করলি , শেষে ছাড়তে হল | আর তার পর থেকেই সেই জলকুচিদের সাথে তোর সখ্যতা ..ভেজা চুল ঠিক'রে ওদের না বলা কথারা ..আমি যতবার বলি আর না ..ঠান্ডা লাগবে ..আর তখনই এক খাবলা উন্মত্ত ফোঁটা ..তোর ভেজা শরীর আর চিবুক বেয়ে বয়ে যায় কথায় চেপে বৃষ্টি ...শেষে নামলাম ..আকাশ তখন কিছুটা হাসছে ...রাস্তার কিছু আগে তোকে দিয়ে ফিরে আসা বাড়ি ..পরের দিন থেকে তোর জ্বর .. একবার গিয়ে সবার অলক্ষ্যে আচ্ছা ক'রে বকে মাথায় হাত বুলোতে ভুলি নি ...দিনগুলো কেমন আজ ভুলে গেছে আমায় .. যেমন তুই ভালবাসা ভুলেছিস্ অন্য কোথাও...

No comments:

Post a Comment