Thikkabita9

Friday, November 13, 2020

ঠিক কবিতা ৯ : অমিতাভ দাস

 




অ মি তা ভ দা স

পাখি পুরাণ-২





পাখিকে সুন্দরীর কথা বললাম । সুন্দরীকে পাখির কথা। একজন শহরে থাকে , অন্যজন গ্রামে । কালনা থেকে ক্যালিফোর্নিয়া অথবা চুঁচুড়া থেকে চাঁদিপুর-- আমাদের আসমুদ্র বিস্ময়ের ভিতর এক হরিদ্রাভ সুর রিন রিন বেজে যায় । রামপ্রসাদের হালিশহরের একটা লিংক আছে। পঞ্চবটীতলা সাধনার সিদ্ধিভূমি । মানব জমিন পতিত অবস্থায় রেখেই আমাদের চলে যেতে হচ্ছে হোম কোয়ারেন্টাইনে । 'গল্পসল্পের আটচালা' থেকে উড়ে আসা সেই বিশুদ্ধ গল্পের বাতাস আমাদের করোনা আবহে মুক্তি দিতে পারত । অথবা শীতের স্ট্যান্ড রোড-- রাতের মায়াবী আলোর নীচে ঝরে আছে পাতা। চার্চের বিনম্র মেঝেতে দাঁড়িয়ে কতদিন দেখিনি প্রভু যীশুর হাসিমুখ । এসো, আজ মোমবাতি জ্বেলে দিই এই মনখারাপের বিজন ঘরে...

No comments:

Post a Comment