ঘোড়ার ডিম
তাপসকিরণ রায়
একটা ঘোড়ার ডিম জন্ম নিচ্ছে--
তুমিও তোমার চোখের আড়ালে সৃষ্ট হচ্ছে গভীর অতল
তোমার তোলপাড় ভাবনাগুলি একত্রিত জটপাক খাচ্ছে
সত্যি কেমন মিথ্যা হয়ে যাচ্ছে, নকলে কেমন রং চড়ছে দেখো !
একদিন দেখতে পেলে তুমি শ্যামপটে এক সাদা আস্তরণ,
আর কোন রঙ ধরছে না সেখানে।
শুধু একটা রং তোমার চোখের সামনে
অথবা চোখের মধ্যে তুমিও অদৃশ্য হয়ে যেতে পারো।
আছি, নেই-এর মাঝখানে চোখের সাদা এক পরত
কথার বেচাকেনা, তুমি লাল তরলে চুমুক দিয়ে দেখলে, অনিষ্ট,
তোমায় অনেকগুলো রং ছেঁকে ধরছে।
শেষপর্যন্ত অন্ধকার, আবার আলো ফোটার সময় এলো,
তখন তুমি নেই--অনর্থক মাঝখানের আবৃত্তিগুলি খুঁজে ফিরছ।
একদিন প্রত্যুষে জেগে উঠে দেখলে, দিকবলয়ের কাছাকাছি
সাদা গোলাকার একটা ডিম ফুটে উঠছে, আবার মিলিয়ে যাচ্ছে,
সেটা আকারে বৃহৎ ও শূন্যাকার
তুমি প্রত্যুষের আধো-আলো অন্ধকারে ঠাওর করতে পারছিলে না--
আসলেই সেখানে একটা ঘোড়ার ডিম জন্ম নিতে নিতে বারবার ভেঙে পড়ছে !
No comments:
Post a Comment